শিরোনাম
বিএনপির মনোনয়ন ঘিরে অশান্ত সাতক্ষীরা–৩
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ০৮:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 117
বিএনপি মনোনয়নকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে সাতক্ষীরা–৩ আসনের কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে কর্মী–সমর্থকরা। পরে তারা ফুলতলা মোড়ের ব্রিজের ওপর প্রধান সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিএনপি নেতাকর্মীদের দাবি, ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, আসনটিতে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয়েছে কাজী আলাউদ্দীনকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই পুনর্বিবেচনার দাবিতে আন্দোলনে নামে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

































