সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, এবার হবে প্রতিবাদ
- সর্বশেষ আপডেট ০৩:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 162
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন। প্রতিবাদ না করলে ষড়যন্ত্র চলতেই থাকবে।
সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করা হয়।
আলাল আরও বলেন, “আমাদের এখন সময় প্রতিবাদ করার। আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে ষড়যন্ত্র অব্যাহত থাকবে।”
তিনি বলেন, ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হয়েছিল, তখন তেমন আলোচনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সাম্যকে হত্যা করা হলেও কিছু মহল আন্দোলন করেনি। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, এরশাদ এবং আওয়ামী লীগসহ নানা পক্ষ থেকে ষড়যন্ত্র হলেও সফল হয়নি। বর্তমানে যারা ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না কারণ জনগণ বিএনপির পাশে আছে।
যুবদলের সাবেক সভাপতি আরও বলেন, সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। “তারেক রহমান তো দেশ চালান না, এখন তিনি দেশের প্রধানমন্ত্রীও না। তাহলে কেন তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে?” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলী।
































