ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কুমিল্লায় ডা. তাহের

বিএনপির বর্তমান ভূমিকা নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৭:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 78

কুমিল্লায় ডা. তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি বৈধতা দেওয়ার লক্ষ্যে সব দলের সঙ্গে বারবার বৈঠক হয়েছে। তবে সংস্কারের বিষয়ে সব দল একমত থাকা সত্ত্বেও বিএনপি হঠাৎ অবস্থান পাল্টিয়েছে।

ডা. তাহের বলেন, “বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, সংস্কার মানছে না। তারা আরপিও পদ্ধতি ও সরকারী সিদ্ধান্তকে মান্য করছে না। এখন বিএনপি বলছে, গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা ‘তালের রস’ ও ‘আমের রস’ একসাথে করে ফেলেছে। এর ফলে বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে।”

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটরিয়ামে চৌদ্দগ্রামের সব কেন্দ্র পরিচালকদের সঙ্গে সমাবেশ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, “সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে স্পষ্ট হবে যে সরকার নিরপেক্ষ নয়। যদি সরকার নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি পক্ষপাত দেখায়, তবে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”

তিনি বলেন, “আরপিও পদ্ধতি, রাষ্ট্র সংস্কার ও গণভোট বিএনপি মানছে না। তারা বিগত সরকারের পথেই হাঁটছে। সরকার যদি নিরপেক্ষতা হারায়, তাহলে দেশের মানুষ আন্দোলনে নামবে। নির্বাচন না হলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারা সুযোগ পাবে। দেশের মানুষ কখনোও আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না।”

সমাবেশে উপজেলা জামায়াতে আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় ডা. তাহের

বিএনপির বর্তমান ভূমিকা নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে

সর্বশেষ আপডেট ০৭:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি বৈধতা দেওয়ার লক্ষ্যে সব দলের সঙ্গে বারবার বৈঠক হয়েছে। তবে সংস্কারের বিষয়ে সব দল একমত থাকা সত্ত্বেও বিএনপি হঠাৎ অবস্থান পাল্টিয়েছে।

ডা. তাহের বলেন, “বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, সংস্কার মানছে না। তারা আরপিও পদ্ধতি ও সরকারী সিদ্ধান্তকে মান্য করছে না। এখন বিএনপি বলছে, গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা ‘তালের রস’ ও ‘আমের রস’ একসাথে করে ফেলেছে। এর ফলে বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে।”

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটরিয়ামে চৌদ্দগ্রামের সব কেন্দ্র পরিচালকদের সঙ্গে সমাবেশ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, “সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে স্পষ্ট হবে যে সরকার নিরপেক্ষ নয়। যদি সরকার নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি পক্ষপাত দেখায়, তবে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”

তিনি বলেন, “আরপিও পদ্ধতি, রাষ্ট্র সংস্কার ও গণভোট বিএনপি মানছে না। তারা বিগত সরকারের পথেই হাঁটছে। সরকার যদি নিরপেক্ষতা হারায়, তাহলে দেশের মানুষ আন্দোলনে নামবে। নির্বাচন না হলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারা সুযোগ পাবে। দেশের মানুষ কখনোও আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না।”

সমাবেশে উপজেলা জামায়াতে আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।