বাতিলের দাবিতে
বিএনপির কমিটি ঘোষণার পরই চিলমারীতে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ১১:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 302
কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। নতুন কমিটিতে পদপ্রাপ্ত অনেক নেতাকর্মীকেও এই বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের অনুসারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে মাটিকাটা মোড় ও থানাহাট বাজার ঘুরে আবার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন।
বক্তারা বলেন, “বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে এমনসব লোককে পদ দেওয়া হয়েছে, যারা অতীতে কোনো কর্মসূচিতে ছিল না, কোনো মামলা নেই, দলের দুর্দিনে দেখা যায়নি। এমনকি কেউ কেউ আওয়ামী ঘরনার লোক। এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে, নইলে আন্দোলন আরও বেগবান হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালেই জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ ৩০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, যার আহ্বায়ক করা হয় আব্দুল বারি সরকারকে এবং সদস্য সচিব আবু হানিফাকে।

































