বিএনপির এমপি প্রার্থীর কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি
- সর্বশেষ আপডেট ০৮:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 68
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেনকে এআই–নির্মিত অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনার পর সম্প্রতি কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি মোশারফ হোসেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। সোমবার সকালে তার হোয়াটসঅ্যাপে একটি বিদেশি নম্বর থেকে বার্তা আসে। বার্তায় এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক নারীর সঙ্গে তার আপত্তিকর ছবি প্রকাশের হুমকি দেওয়া হয় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়।
মোশারফ হোসেন জানান, মনোনয়ন পাওয়ার পর থেকেই বিভিন্নভাবে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ধানের শীষ প্রতীকের প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাবকে নষ্ট করতেই বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। তার ভাষায়, “এআই দিয়ে তৈরিকৃত ছবি ব্যবহার করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে, যা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।




































