ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মিটফোর্ড হত্যা

বিএনপিপন্থি আইনজীবীরা আসামিপক্ষে দাঁড়াবেন না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 190

বিএনপিপন্থি আইনজীবীরা আসামিপক্ষে দাঁড়াবেন না

ঢাকা বার ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীতিগতভাবে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের আহবায়ক মো. খোরশেদ আলম, সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

খোরশেদ আলম বলেন, মিটফোর্ড হাসপাতালের সিসি ফুটেজে সোহাগ হত্যার চিত্র স্পষ্ট হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ভার বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অপমানজনক স্লোগান দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শক্তি সুপরিকল্পিতভাবে অনুসন্ধান ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে।

তিনি আরও বলেন, ২০০৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিএনপি দেশের অন্যতম নিপীড়িত দল হিসেবে থেকেছে। শতাধিক অত্যাচার ও নিপীড়নের মধ্যেও দলটি ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপি পন্থি আইনজীবীদের এ সিদ্ধান্ত সোহাগ হত্যাকাণ্ড মামলায় রাজনৈতিক প্রভাব ও দমন-পীড়নের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিটফোর্ড হত্যা

বিএনপিপন্থি আইনজীবীরা আসামিপক্ষে দাঁড়াবেন না

সর্বশেষ আপডেট ০৩:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ঢাকা বার ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীতিগতভাবে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের আহবায়ক মো. খোরশেদ আলম, সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

খোরশেদ আলম বলেন, মিটফোর্ড হাসপাতালের সিসি ফুটেজে সোহাগ হত্যার চিত্র স্পষ্ট হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ভার বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অপমানজনক স্লোগান দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শক্তি সুপরিকল্পিতভাবে অনুসন্ধান ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে।

তিনি আরও বলেন, ২০০৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিএনপি দেশের অন্যতম নিপীড়িত দল হিসেবে থেকেছে। শতাধিক অত্যাচার ও নিপীড়নের মধ্যেও দলটি ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপি পন্থি আইনজীবীদের এ সিদ্ধান্ত সোহাগ হত্যাকাণ্ড মামলায় রাজনৈতিক প্রভাব ও দমন-পীড়নের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা যাচ্ছে।