বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের চারে চার
- সর্বশেষ আপডেট ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 65
চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে জয়যুক্ত ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচ জিতেছে। দলের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেন।
এর আগে বাংলাদেশের তিন ম্যাচে তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের সঙ্গে সহজ জয় ছিল। তবে সিনিয়র র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে জয় পাওয়া কষ্টসাধ্য ছিল। প্রথমার্ধে একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও কোনোটিই গোলে রূপান্তরিত হয়নি।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে গোল করেন বায়েজিদ। ৭২ মিনিটে ফয়সালের অসাধারণ পাসে মানিক লম্বা শটে দর্শনীয় গোল করেন। ৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল করেন, কিন্তু বাংলাদেশ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। গ্রুপের স্বাগতিক চীন আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। চীন জিতলে বাংলাদেশের সঙ্গে সমান ১২ পয়েন্ট হবে। তাই ৩০ নভেম্বর বাংলাদেশ-চীন ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনালের মতো হয়ে উঠেছে। বাংলাদেশ যদি স্বাগতিক চীনকে হারায়, তবে পুরুষ বয়সভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলবে।
































