ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বেলুচিস্তানে

বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 169

বেলুচিস্তানে সন্ত্রাসীদের হাতে ৯ যাত্রী হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন বাসযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে একে একে গুলি করে হত্যা করে সশস্ত্র বন্দুকধারীরা। স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে বেলুচিস্তানের ঝোব শহরের কাছে। সহকারী কমিশনার নাভিদ আলম জানান, হামলাকারীরা বাস থামিয়ে যাত্রীদের আলাদা করে বাইরে নিয়ে যায় এবং পরে নয়জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মরদেহ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি জঘন্য সন্ত্রাসী হামলা। সরকারি মুখপাত্র শাহিদ রিন্দ জানান, হামলাকারীরা যাত্রীদের পরিচয় নিশ্চিত করার পরই তাদের হত্যা করে। পুরো এলাকা ঘিরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের একজন মুখপাত্র দাবি করেছেন, মুসাখাইল-মাখতার ও খাজুরি হাইওয়ে ব্লক করার পর তারা এই হামলা চালায়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেলুচিস্তানে

বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন বাসযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে একে একে গুলি করে হত্যা করে সশস্ত্র বন্দুকধারীরা। স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে বেলুচিস্তানের ঝোব শহরের কাছে। সহকারী কমিশনার নাভিদ আলম জানান, হামলাকারীরা বাস থামিয়ে যাত্রীদের আলাদা করে বাইরে নিয়ে যায় এবং পরে নয়জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মরদেহ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি জঘন্য সন্ত্রাসী হামলা। সরকারি মুখপাত্র শাহিদ রিন্দ জানান, হামলাকারীরা যাত্রীদের পরিচয় নিশ্চিত করার পরই তাদের হত্যা করে। পুরো এলাকা ঘিরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের একজন মুখপাত্র দাবি করেছেন, মুসাখাইল-মাখতার ও খাজুরি হাইওয়ে ব্লক করার পর তারা এই হামলা চালায়।