বাসা ভাড়া নেওয়ার নামে শিশু অপহরণ, অতঃপর…
- সর্বশেষ আপডেট ১২:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 4
গাজীপুরে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিকের মেয়েকে (৫) অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় এক নারীকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) শ্রীপুর থানা পুলিশ ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথ গ্রাম থেকে অপহরণকারী রোমেলা খাতুনকে গ্রেপ্তার এবং অপহৃত শিশু রহিমা খাতুনকে উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (আমান বাংলা মোড়) গ্রামের আব্দুল মালেকের বাড়ি থেকে রহিমাকে অপহরণ করেন ওই নারী। অপহৃত শিশু রহিমা খাতুন তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (আমান বাংলা মোড়) গ্রামের আব্দুল মালেকের মেয়ে। অপহরণকারী রোমেলা খাতুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, শিশুটিকে প্রথমে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যায়। পরে শিশুকে নিয়ে না আসলে স্বজনেরা বিভিন্ন জায়গায় নারীকে খুঁজতে থাকে। এর দুই ঘণ্টা পর রোমেলা খাতুন শিশুর বাবা আব্দুল মালেকের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি পুলিশকে জানালে শিশুর ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে শ্রীপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথ গ্রাম থেকে রোমেলা খাতুনকে গ্রেপ্তার এবং অপহৃত শিশু রহিমা খাতুনকে উদ্ধার করে।































