বার্ন ইনস্টিটিউটে ৪০ শিক্ষার্থী, আইসিইউতে সঙ্কটাপন্ন ৫
- সর্বশেষ আপডেট ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 136
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ৪০ জন এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখন হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। এদের মধ্যে ৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে। এদের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।”
তিনি আরও জানান, গুরুতর রোগীদের মধ্যে ১০ জন সিপিআর ক্যাটাগরিতে (হৃদযন্ত্র পুনরুজ্জীবনের ঝুঁকিতে), ১০ জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট-অপারেটিভ পর্যায়ে এবং বাকি ১৫ জন ক্যাবিনে আছেন।
লাইফ সাপোর্টে থাকা রোগীদের মধ্য থেকে দুজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানান অধ্যাপক নাসির উদ্দিন। তিনি বলেন, “এই রোগীদের মধ্যে ৪-৫ জনের অবস্থা স্থিতিশীল হওয়ায় আগামীকাল তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে।”
এ নিয়ে এখনো দেশজুড়ে চলছে গভীর শোক ও উদ্বেগ। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে অনেক প্রাণহানি ঘটেছে এবং দগ্ধদের চিকিৎসা অব্যাহত রয়েছে।
































