বাম ৯ দলের ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠনের ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৪:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 136
বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক ৯টি দল মিলিত হয়ে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ নামে বৃহত্তর জোট গঠনের ঘোষণা দিয়েছে। নতুন এই জোট একসঙ্গে আন্দোলন করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় কনভেনশনে এই ঘোষণা দেওয়া হয়। কনভেনশন আয়োজন করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ।
নতুন জোটে যুক্ত হয়েছে বাম গণতান্ত্রিক জোটের ছয়টি দল—বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ (মার্কসবাদী)। এছাড়া বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ এবং চারটি ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার মধ্যে একটি দলও যোগ দিয়েছে।
কনভেনশনের খসড়া ঘোষণাপত্র পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন। এতে বলা হয়েছে, দেশের সুখ-শান্তি ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে গণতান্ত্রিক ধারার সরকার গঠন জরুরি। বাম ও প্রগতিশীল সব দল, সংগঠন, নারী ও শ্রমিক সংগঠনসহ জনগণকে একত্রিত করে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কনভেনশনে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, সংবিধানের মূলনীতি অবহেলনের মাধ্যমে দেশের অবনতি ঘটছে, তাই জনগণের নিজস্ব রাজনৈতিক উত্থান প্রয়োজন। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, বাম দলগুলোর কর্মীদের পরিচয় হবে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মানুষ’। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় শিল্পী, কৃষক, শ্রমিক ও বুদ্ধিবৃত্তিক জনগণকে একতাবদ্ধ হতে হবে।
সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের সংকট থেকে জনগণকে মুক্ত করতে বাম প্রগতিশীল গণতান্ত্রিকদের সমন্বয়ে ‘রেইনবো কোয়ালিশন’ গড়ে তোলা প্রয়োজন। কনভেনশনে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও সংহতি প্রকাশ করেছেন।
































