বাবুছড়ায় ৭ বিজিবির চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার
- সর্বশেষ আপডেট ০৩:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 123
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে নিরাপত্তা জোরদার করতে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৭ বিজিবি)।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যেন দেশত্যাগ করতে না পারে এবং সীমান্তপথে অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালানি পণ্য পরিবহন রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ৭ বিজিবির তত্ত্বাবধানে বাবুছড়া ইউনিয়নের উদাল বাগানসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হয়।
৭ বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করে যাতে কোনো ধরনের অবৈধ মাদক, অস্ত্র বা চোরাচালানি পণ্য পরিবহন না হতে পারে—সে লক্ষ্যে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ওসমান শরীফ হাদির ওপর হামলার ঘটনায় জড়িত কেউ যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে বিষয়েও কঠোর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এই তৎপরতায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী হয়েছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
৭ বিজিবি কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের চেকপোস্ট ও টহল কার্যক্রম চলমান থাকবে।



































