বাবা–মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসাছাত্রীর আত্মহত্যা
- সর্বশেষ আপডেট ১২:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 45
পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা–মায়ের সঙ্গে অভিমান করে বর্ণা আক্তার (১৫) নামের এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বর্ণা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং সদর উপজেলার নামাজপুর সাকিনা হামিদ মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় রফিকুল ইসলাম বাজার থেকে মাছ কিনে আনেন। কিন্তু স্ত্রী চিনু বেগম ও মেয়ে বর্ণা মাছ কাটতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। এরপর মা মেয়েকে বকাঝকা করলে অভিমানে বর্ণা নিজের ঘরে গিয়ে কীটনাশক পান করে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।


































