ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ১০:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 112

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামের এক বাংলাদেশি যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ রোববার বেলা দুইটার দিকে জামছড়ি সীমান্তের জিরো লাইনে, মিয়ানমারের ভূখণ্ডে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত যুবক জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে সবজি সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। এ সময় মিয়ানমারের সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনে পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ যাতায়াত রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

সর্বশেষ আপডেট ১০:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামের এক বাংলাদেশি যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ রোববার বেলা দুইটার দিকে জামছড়ি সীমান্তের জিরো লাইনে, মিয়ানমারের ভূখণ্ডে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত যুবক জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে সবজি সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। এ সময় মিয়ানমারের সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনে পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ যাতায়াত রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।