বান্দরবান নাইক্ষ্যংছড়ি
সীমান্তে আরসা-আরাকান আর্মির ব্যাপক গোলাগুলি
- সর্বশেষ আপডেট ১২:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 318
বান্দরবান নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও স্বাধীনকামী সংগঠন আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে।
আজ সোমবার সকালে ঘুমধুম সীমান্তবর্তী ৩৪ ও ৩৫ নম্বর পিলারে এলাকায় দুই দলের এই গোলাগুলি বিনিময় ঘটে।
সীমান্তবাসী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন, ভোর সকালে বাংলাদেশ সীমান্তের ঘেষা ওপারে শুরুতেই কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। মূলত আরাকান আর্মিরা তাদের অবস্থান জানান দিতে প্রতিনিয়ত গুলি করে থাকে। কিছুক্ষণ পর আরও গোলাগুলির শব্দ বেড়ে যায়। ঘুমধুম সীমান্তবর্তী কাটা তারের ঘেষা ৩৪ ও ৩৫ নম্বর পিলারে এলাকায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান আর্মি দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম কর্মী মাহমুদুল হাসান বলেন, তুমব্রু সীমান্তের ৩৪ ও ৩৫ নম্বর পিলারে এলাকায় আরসা ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি হয়েছে বলে নিশ্চিত করেছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তুমব্রুর সীমান্তে গোলাগুলি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
































