ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 84

বান্দরবানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

বান্দরবানের সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

বৃহস্পতিবার দুপুর ১২টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এর আগে রাজার মাঠ থেকে প্রতিমা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন পূজার ভক্তরা। বিদায়ের এই মুহূর্তে ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। নারীরা সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে শেষ বিদায় জানান। বিসর্জনস্থলে ঢাক-ঢোল, কাঁসার শব্দ আর ধূপের সুগন্ধে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বান্দরবান কেন্দ্রীয় মন্দিরসহ জেলার বিভিন্ন মণ্ডপের প্রতিমা একে একে সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় ভক্ত ও আয়োজকরা তৃপ্তি প্রকাশ করেন। সনাতন ধর্মাবলম্বীরা জানান, পূজাকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে, তাতে তারা অত্যন্ত আনন্দিত। অন্যান্য ধর্মের মানুষও এসে উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন।

এ বছর বান্দরবানের ৩২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১১টি মণ্ডপ ছিল সদর এলাকায়। প্রতিটি মণ্ডপে ছিল আলোকসজ্জা, মনোমুগ্ধকর প্রতিমা ও ভক্ত-দর্শনার্থীদের ভিড়।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর জানান, জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব-১৫ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি মণ্ডপে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যাতে ভক্তরা নির্ভয়ে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

র‌্যাব-১৫ সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন, বিজয়া দশমীতে জেলায় নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছিল। পূজামণ্ডপ ও বিসর্জনস্থলজুড়ে নিরাপত্তা নিশ্চিত করায় ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি করতে পেরেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

সর্বশেষ আপডেট ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বান্দরবানের সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

বৃহস্পতিবার দুপুর ১২টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এর আগে রাজার মাঠ থেকে প্রতিমা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন পূজার ভক্তরা। বিদায়ের এই মুহূর্তে ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। নারীরা সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে শেষ বিদায় জানান। বিসর্জনস্থলে ঢাক-ঢোল, কাঁসার শব্দ আর ধূপের সুগন্ধে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বান্দরবান কেন্দ্রীয় মন্দিরসহ জেলার বিভিন্ন মণ্ডপের প্রতিমা একে একে সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় ভক্ত ও আয়োজকরা তৃপ্তি প্রকাশ করেন। সনাতন ধর্মাবলম্বীরা জানান, পূজাকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে, তাতে তারা অত্যন্ত আনন্দিত। অন্যান্য ধর্মের মানুষও এসে উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন।

এ বছর বান্দরবানের ৩২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১১টি মণ্ডপ ছিল সদর এলাকায়। প্রতিটি মণ্ডপে ছিল আলোকসজ্জা, মনোমুগ্ধকর প্রতিমা ও ভক্ত-দর্শনার্থীদের ভিড়।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর জানান, জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব-১৫ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি মণ্ডপে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যাতে ভক্তরা নির্ভয়ে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

র‌্যাব-১৫ সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন, বিজয়া দশমীতে জেলায় নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছিল। পূজামণ্ডপ ও বিসর্জনস্থলজুড়ে নিরাপত্তা নিশ্চিত করায় ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি করতে পেরেছেন।