বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের’ মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০৭:২১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 224
বান্দরবানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের। সোমবার (২৭ অক্টোবর ) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা পিসিএনপির সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পিসিএনপির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।
এতে আরও উপস্থিত ছিলেন পৌর পিসিএনপির সভাপতি শামসুল হক সামু ও সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বান্দরবান জেলার পিসিসিপির সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন পিসিসিপির জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ একটি জঘন্য অপরাধ। এর বিচার কেবল রাষ্ট্রীয় আইনেই হতে পারে। প্রথাগত বিচারের নামে এই অপরাধকে টাকা-পয়সার বিনিময়ে ধামাচাপা দেওয়া কোনোভাবেই কাম্য নয়। তিনি অবিলম্বে সাম্প্রতিক সব ধর্ষণ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন।
উপস্থিত সবাই অবিলম্বে এই অমানবিক প্রথা বন্ধ করে রাষ্ট্রীয় আইনে দ্রুত বিচারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।



































