ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
হোটেল ব্যবসায়ী বিরুদ্ধে মানববন্ধন

বান্দরবানে চলাচলের রাস্তায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০১:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 83

হোটেল ব্যবসায়ী বিরুদ্ধে মানববন্ধন

বান্দরবানে দীর্ঘ ৪৫ বছর চলাচলের রাস্তা বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ী দিদারুল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় পশ্চিম বালাঘাটায় ভুক্তভোগী শতাধিক পরিবার মানববন্ধন করেছে।

আজ বুধবার সকালে স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে দিদারুল করিমের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা নির্মাণের জন্য বহুবার টেন্ডার অনুষ্ঠিত হলেও, অজানা কারণে তাদের রাস্তা নির্মাণ হয়নি। সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক থেকে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকায় পাড়ার রাস্তা নির্মাণের টেন্ডার দেওয়া হয়। কিন্তু ঠিকাদারের প্রতিনিধিরা যখন কাজ শুরু করতে যান, তখন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইটভার মালিক মাকসুদুল আলম এবং তার ভাতিজা দিদারুল করিম কাজ বন্ধ করে দেন। তারা ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকি দিয়ে চাঁদাও দাবি করেন। এছাড়াও নানা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানী করা হচ্ছে।

বক্তারা জানান, দীর্ঘ বছর ধরে শতাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তির দাপটে এবং হুমকির কারণে সাধারণ জনগণ চলাচলের পথে সমস্যার মুখোমুখি হচ্ছেন। নতুন নির্মাণাধীন রাস্তা প্রকল্পও প্রভাব খাটিয়ে বারবার বাতিল করা হয়েছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি রাস্তা নির্মাণে বাধা দেওয়া হয়, তাহলে সাধারণ জনগণ তা কঠোরভাবে প্রতিরোধ করবে।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মো: আজম, বাবু দে, বাসু দে সহ শতাধিক নারী-পুরুষ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হোটেল ব্যবসায়ী বিরুদ্ধে মানববন্ধন

বান্দরবানে চলাচলের রাস্তায় বাধা প্রদানের অভিযোগ

সর্বশেষ আপডেট ০১:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বান্দরবানে দীর্ঘ ৪৫ বছর চলাচলের রাস্তা বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ী দিদারুল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় পশ্চিম বালাঘাটায় ভুক্তভোগী শতাধিক পরিবার মানববন্ধন করেছে।

আজ বুধবার সকালে স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে দিদারুল করিমের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা নির্মাণের জন্য বহুবার টেন্ডার অনুষ্ঠিত হলেও, অজানা কারণে তাদের রাস্তা নির্মাণ হয়নি। সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক থেকে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকায় পাড়ার রাস্তা নির্মাণের টেন্ডার দেওয়া হয়। কিন্তু ঠিকাদারের প্রতিনিধিরা যখন কাজ শুরু করতে যান, তখন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইটভার মালিক মাকসুদুল আলম এবং তার ভাতিজা দিদারুল করিম কাজ বন্ধ করে দেন। তারা ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকি দিয়ে চাঁদাও দাবি করেন। এছাড়াও নানা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানী করা হচ্ছে।

বক্তারা জানান, দীর্ঘ বছর ধরে শতাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তির দাপটে এবং হুমকির কারণে সাধারণ জনগণ চলাচলের পথে সমস্যার মুখোমুখি হচ্ছেন। নতুন নির্মাণাধীন রাস্তা প্রকল্পও প্রভাব খাটিয়ে বারবার বাতিল করা হয়েছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি রাস্তা নির্মাণে বাধা দেওয়া হয়, তাহলে সাধারণ জনগণ তা কঠোরভাবে প্রতিরোধ করবে।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মো: আজম, বাবু দে, বাসু দে সহ শতাধিক নারী-পুরুষ গ্রামবাসী উপস্থিত ছিলেন।