ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে এনসিপির সদস্য সচিবের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 6

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরফানুল হক সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে তিনি এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান।

বিবৃতিতে মোহাম্মদ এরফানুল হক বলেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে রাজনৈতিক দলে রূপান্তরের পর দায়িত্বশীলদের বিভিন্ন সিদ্ধান্তে জনগণ ও দলের নেতাকর্মীরা হতাশ ও প্রতারিত হয়েছে।

তিনি বলেন, বান্দরবান আসনে এনসিপি থেকে এমন একজনকে জোটের প্রার্থী করা হয়েছে যিনি স্থানীয় জনগণের সমস্যা ও সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন। এটি এই এলাকার জন্য অসম্মানজনক।

বিবৃতিতে বলা হয়, এনসিপির এমন সিদ্ধান্তের কারণে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে থাকবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে এনসিপির সদস্য সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরফানুল হক সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে তিনি এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান।

বিবৃতিতে মোহাম্মদ এরফানুল হক বলেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে রাজনৈতিক দলে রূপান্তরের পর দায়িত্বশীলদের বিভিন্ন সিদ্ধান্তে জনগণ ও দলের নেতাকর্মীরা হতাশ ও প্রতারিত হয়েছে।

তিনি বলেন, বান্দরবান আসনে এনসিপি থেকে এমন একজনকে জোটের প্রার্থী করা হয়েছে যিনি স্থানীয় জনগণের সমস্যা ও সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন। এটি এই এলাকার জন্য অসম্মানজনক।

বিবৃতিতে বলা হয়, এনসিপির এমন সিদ্ধান্তের কারণে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে থাকবেন।