ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে ইটভাটা থেকে দুই শ্রমিক অপহরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 132

বান্দরবানে ইটভাটা থেকে দুই শ্রমিক অপহরণ

বান্দরবানের এএইচএন ইটভাটা থেকে তপন দাশ (৬৫) ও জয় নাথ (৫৫) নামের দুই শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় ইটভাটা থেকে তাঁদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন; তপন দাশ (৬৫), আমিরাবাদ সুপছড়ি এলাকার বাসিন্দা এবং জয় নাথ (৫৫), বালাঘাটা এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো জয় নাথ রুমে বিশ্রামে ছিলেন। তপন দাশ বাজার থেকে ফিরে তিনিও রুমে বিশ্রাম নেন। এরপর দীর্ঘ সময় তাঁদের রুম থেকে কোনো শব্দ না পেয়ে খোঁজ নিতে গেলে দেখা যায় তাঁরা নেই। খবর পেয়ে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও তাঁদের আর পাওয়া যায়নি।

ইটভাটার কর্মচারী সুনীল দাশ বলেন, প্রতিদিনের মতো সাড়ে নয়টার দিকে বাজার থেকে তপন দাশের সঙ্গে আমি ইটভাটায় ফিরি। আমি রান্না করতে যাই আর তপন দাশ রুমে যান। এর আগে জয় নাথ রুমে মোবাইলে ব্যস্ত ছিলেন। রান্না শেষে তাঁদের রুমে খাবার দিতে গেলে দেখি রুম খালি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ও চেয়ারম্যানকে খবর দিই।

তিনি আরও বলেন, তপন দাশকে ফোন করলে অপরিচিত একজন কল রিসিভ করে। ওই ব্যক্তি বলে, “তাঁরা আশপাশেই আছেন, ইটভাটার বিষয়ে কথা হচ্ছে।” পরে আবার ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। যে রাস্তা দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কয়েকজনের পায়ের ছাপ পাওয়া যায়। পায়ের ছাপ অনুসরণ করেও তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

সত্যতা নিশ্চিত করে সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, “ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণ করা হয়েছে। খবর পেয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তবে পাইনি। ঝিরিপথে পায়ের ছাপ ছিল, কিন্তু কারা নিয়ে গেছে তা জানা যায়নি।”

এএইচএন ইটভাটার স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুছ বলেন, “আমার ইটভাটা থেকে দুইজনকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি। তবে কারা নিয়ে গেছে তা জানি না। আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ বা লেনদেনের বাকি নেই।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল করিম বলেন, “অপহরণের খবর পেয়েছি। পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কারা এ ঘটনায় জড়িত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে ইটভাটা থেকে দুই শ্রমিক অপহরণ

সর্বশেষ আপডেট ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানের এএইচএন ইটভাটা থেকে তপন দাশ (৬৫) ও জয় নাথ (৫৫) নামের দুই শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় ইটভাটা থেকে তাঁদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন; তপন দাশ (৬৫), আমিরাবাদ সুপছড়ি এলাকার বাসিন্দা এবং জয় নাথ (৫৫), বালাঘাটা এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো জয় নাথ রুমে বিশ্রামে ছিলেন। তপন দাশ বাজার থেকে ফিরে তিনিও রুমে বিশ্রাম নেন। এরপর দীর্ঘ সময় তাঁদের রুম থেকে কোনো শব্দ না পেয়ে খোঁজ নিতে গেলে দেখা যায় তাঁরা নেই। খবর পেয়ে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও তাঁদের আর পাওয়া যায়নি।

ইটভাটার কর্মচারী সুনীল দাশ বলেন, প্রতিদিনের মতো সাড়ে নয়টার দিকে বাজার থেকে তপন দাশের সঙ্গে আমি ইটভাটায় ফিরি। আমি রান্না করতে যাই আর তপন দাশ রুমে যান। এর আগে জয় নাথ রুমে মোবাইলে ব্যস্ত ছিলেন। রান্না শেষে তাঁদের রুমে খাবার দিতে গেলে দেখি রুম খালি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ও চেয়ারম্যানকে খবর দিই।

তিনি আরও বলেন, তপন দাশকে ফোন করলে অপরিচিত একজন কল রিসিভ করে। ওই ব্যক্তি বলে, “তাঁরা আশপাশেই আছেন, ইটভাটার বিষয়ে কথা হচ্ছে।” পরে আবার ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। যে রাস্তা দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কয়েকজনের পায়ের ছাপ পাওয়া যায়। পায়ের ছাপ অনুসরণ করেও তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

সত্যতা নিশ্চিত করে সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, “ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণ করা হয়েছে। খবর পেয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তবে পাইনি। ঝিরিপথে পায়ের ছাপ ছিল, কিন্তু কারা নিয়ে গেছে তা জানা যায়নি।”

এএইচএন ইটভাটার স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুছ বলেন, “আমার ইটভাটা থেকে দুইজনকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি। তবে কারা নিয়ে গেছে তা জানি না। আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ বা লেনদেনের বাকি নেই।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল করিম বলেন, “অপহরণের খবর পেয়েছি। পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কারা এ ঘটনায় জড়িত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।”