বান্দরবানে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ; আটক দুই
- সর্বশেষ আপডেট ০৪:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 112
বান্দরবানের লামায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধর্ষণকারী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে। আজ সোমবার সকালে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ার মোঃ সোলেইমানের ছেলে মোঃ ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মোঃ রাব্বি (২১)।
ভিকটিমের স্বামী বলেন, রাত গভীর পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। গতকাল বাড়িতে একা পেয়ে সুযোগে দুই যুবক আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ করে। পরে খবর পেয়ে ধর্ষণের শিকার হওয়ার স্বামী এই বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তি এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।


































