ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৪:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 110

বান্দরবানে অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে বুধবার অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

অবৈধ ইটভাটাগুলো হলো; ইউবিএম, এসবিডব্লিউ, এমবিআই, ইবিএম ও ৭বিএম।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন দুটি ইটভাটা; এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং গুড়িয়ে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

এর আগে, পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতির কারণে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে আহ্বান জানায় এবং হাইকোর্ট ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন।

বান্দরবানে অবৈধ ৬টি ইটভাটা  গুড়িয়ে দিল প্রশাসন
বান্দরবানে অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশে গতকাল দুটি ও আজকে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গুড়িয়ে দেওয়া ভাটাগুলোর মালিকরা যদি পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

সর্বশেষ আপডেট ০৪:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে বুধবার অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

অবৈধ ইটভাটাগুলো হলো; ইউবিএম, এসবিডব্লিউ, এমবিআই, ইবিএম ও ৭বিএম।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন দুটি ইটভাটা; এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং গুড়িয়ে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

এর আগে, পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতির কারণে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে আহ্বান জানায় এবং হাইকোর্ট ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন।

বান্দরবানে অবৈধ ৬টি ইটভাটা  গুড়িয়ে দিল প্রশাসন
বান্দরবানে অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশে গতকাল দুটি ও আজকে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গুড়িয়ে দেওয়া ভাটাগুলোর মালিকরা যদি পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।