বাচ্চা তিমি দ্রুত বৃদ্ধি ও শক্তির রহস্য
- সর্বশেষ আপডেট ০২:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 158
তিমির দুধকে বলা যায় প্রাকৃতিক এক বিস্ময়কর পুষ্টির উৎস। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুধে থাকে প্রায় ৩০-৫০ শতাংশ পর্যন্ত চর্বি, যা একে করে তোলে অত্যন্ত ঘন ও শক্তিবর্ধক। জন্মের পর বাচ্চা তিমি নিজে স্বীকার করতে পারে না, তাই মায়ের দুধই তার জীবনের প্রথম ও প্রধান শক্তির জোগানদার।
তিমির দুধের ঘনত্ব এতটাই বেশি যে এটি সহজে পানিতে মিশে যায় না,ফলে বাচ্চা তিমি সহজেই তা পান করতে পারে। এই দুধের উচ্চ ফ্যাট ও পুষ্টিগুণ বাচ্চা তিমিকে দ্রুত বড় হতে, শরীরের ওজন বাড়াতে এবং শীতল সামুদ্রিক পরিবেশে টিকে থাকতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে এই ঘন ও শক্তিদায়ক দুধই তিমির বাচ্চাদের দ্রুত বৃদ্ধি ও সামুদ্রিক জীবনে অভিযোজন এর মূল রহস্য। প্রকৃতির এই আশ্চর্য দান শুধু তিমির জীবন রক্ষাই নয়, বরং প্রাণিবিজ্ঞানে এক চমকপ্রদ উদাহরণ হিসেবে বিবেচিত হয়।





































