বাগ্দানের পরই সন্তান পরিকল্পনার কথা জানালেন রশ্মিকা
- সর্বশেষ আপডেট ০১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 89
৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল করেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। খুব শীঘ্রই তাদের চারহাত এক হওয়ার কথা। আংটিবদানের পরই রশ্মিকা সন্তান পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।
২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্ক বজায় রয়েছে এই জুটির। এর মধ্যেও তারা সম্পর্ক নিয়ে খুব বেশি প্রকাশ্যে কিছু বলেননি। তবে গুঞ্জন আছে, গত ৩ অক্টোবর তারা হায়দরাবাদে ঘরোয়া আঙিনায় আংটিবদল করেছেন। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করতে পারেন তাঁরা।
রশ্মিকা জানিয়েছেন, তিনি মা হতে চান। তিনি তাঁর ভবিষ্যৎ সন্তানদের জন্য সব পরিকল্পনা ভাবেন এবং মনে করেন, জন্ম না নিয়েও সন্তানদের জন্য সর্বোচ্চ যত্ন ও সুরক্ষা দিতে পারেন। রশ্মিকার কথায়, ‘‘আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমাকে ওদের জন্য যুদ্ধে যেতে হলেও, আমি করব।’’
অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি ত্রিশ বছর বয়স পর্যন্ত পূর্ণ পরিশ্রমের সঙ্গে কাজ করতে চান। তার পর চল্লিশের মধ্যে কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। সম্প্রতি তিনি দীপিকা পাড়ুকোনের দীর্ঘ কাজের প্রতিরোধ ও পরিশ্রমের প্রতি সমর্থনও জানিয়েছেন এবং ভবিষ্যতে সেই পথ অনুসরণ করার সম্ভাবনা প্রকাশ করেছেন।






































