ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৩:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 138

বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পি, বরুণ ব্যানার্জী, বেলাল হোসেন, আকরামুল ইসলাম, আহসান রাজীব, বিপ্লব হোসেন, ইদ্রিস আলী, আমেনা বিলকিস ময়না, লিটুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা বারবার ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা শাস্তির মুখ দেখেন না। সম্প্রতি বাগেরহাটের সাংবাদিক হায়াতউদ্দীনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারী এবং এই ঘটনার পেছনের ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় সাংবাদিক হায়াত উদ্দিনকে  এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকায় কর্মরত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৩:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পি, বরুণ ব্যানার্জী, বেলাল হোসেন, আকরামুল ইসলাম, আহসান রাজীব, বিপ্লব হোসেন, ইদ্রিস আলী, আমেনা বিলকিস ময়না, লিটুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা বারবার ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা শাস্তির মুখ দেখেন না। সম্প্রতি বাগেরহাটের সাংবাদিক হায়াতউদ্দীনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারী এবং এই ঘটনার পেছনের ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় সাংবাদিক হায়াত উদ্দিনকে  এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকায় কর্মরত ছিলেন।