বাউলদের ওপর হামলা নিন্দনীয় উগ্রতা: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৭:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 91
বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলাকে উগ্র ধর্মান্ধতার ন্যক্কারজনক প্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গ্রামীণ ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারার গুরুত্বপূর্ণ অংশ বাউল সমাজ। তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফখরুল জানান, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা জরুরি।
রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ড নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, সেখানে কয়েক হাজার অসহায় মানুষ বসবাস করেন, যাদের অনেকের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে জানান—তার বাসায় কর্মরত এক নারী কর্মচারীর ঘরও পুড়ে গেছে।
এ ঘটনাকে দরিদ্র মানুষের ওপর বড় আঘাত হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান তিনি।
অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সম্ভাবনাটি নাকচ করেন। তার মতে, দেশের বিভিন্ন স্থানের অগ্নিকাণ্ডের মূল কারণ কাঠামোগত দুর্বলতা, ব্যবস্থাপনার ঘাটতি, অগ্নিনির্বাপণব্যবস্থার অপর্যাপ্ততা ও দায়িত্বশীলদের অবহেলা।
তিনি বলেন, অগ্নিনির্বাপণ আইন ও সুরক্ষা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































