বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা
- সর্বশেষ আপডেট ০৮:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 79
কানাডা সরকার বাংলাদেশের জন্য নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রার ভ্রমণ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ‘হলুদ সংকেত’ জারি করা হয়েছে, যার মানে হলো ভ্রমণে গেলে নাগরিকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।
কানাডা বাংলাদেশের পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান; এর জন্য ‘লাল সংকেত’ জারি করেছে, যা ওই অঞ্চলে ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার নির্দেশ দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল-অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় অবনতি ঘটতে পারে। পার্বত্য তিন জেলায় রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘাতের ঝুঁকি থাকায় কানাডার নাগরিকদের সেসব এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

































