ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ–ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 99

বাংলাদেশ–ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্বাস্থ্য ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এই সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

প্রথম স্মারকটি স্বাস্থ্যখাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ে। এটি সই করেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

দ্বিতীয় স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগসেবা বাণিজ্য-সংক্রান্ত। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং তেজগাঁওয়ে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান শেরিং তোবগে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ইউনূস। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়, যেখানে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারগুলোর প্রতি শোক প্রকাশ করেন।

বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে তোবগে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও স্মৃতি চত্বরে একটি গাছ রোপণ করেন।

দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ–ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

সর্বশেষ আপডেট ০৮:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্বাস্থ্য ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এই সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

প্রথম স্মারকটি স্বাস্থ্যখাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ে। এটি সই করেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

দ্বিতীয় স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগসেবা বাণিজ্য-সংক্রান্ত। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং তেজগাঁওয়ে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান শেরিং তোবগে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ইউনূস। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়, যেখানে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারগুলোর প্রতি শোক প্রকাশ করেন।

বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে তোবগে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও স্মৃতি চত্বরে একটি গাছ রোপণ করেন।

দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ সরকার।