ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 26

বিসিবি-আইসিসি।

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ভেন্যু নির্ধারণে আজ আইসিসি বোর্ড সভা বসেছে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া সভায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তার কারণে টাইগাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। বিকল্প ভেন্যু প্রস্তাব করা হয়েছে, তবে আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। বোর্ড সভার ফলাফলের ভিত্তিতে আজই বাংলাদেশ দলের বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবির অবস্থান সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায়। তবে প্রথমে যে খবর ছড়িয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না—তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

আইসিসি বোর্ডে বাংলাদেশের বিষয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সভায় পিসিবি ছাড়াও অন্যান্য ক্রিকেট বোর্ডদের অংশগ্রহণ থাকবে, যারা বাংলাদেশের অবস্থান সমর্থন জানাতে পারবে। তবে এখন পর্যন্ত পিসিবি ছাড়া অন্য কোনো বোর্ড মুখ খোলেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত আজ

সর্বশেষ আপডেট ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ভেন্যু নির্ধারণে আজ আইসিসি বোর্ড সভা বসেছে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া সভায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তার কারণে টাইগাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। বিকল্প ভেন্যু প্রস্তাব করা হয়েছে, তবে আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। বোর্ড সভার ফলাফলের ভিত্তিতে আজই বাংলাদেশ দলের বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবির অবস্থান সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায়। তবে প্রথমে যে খবর ছড়িয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না—তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

আইসিসি বোর্ডে বাংলাদেশের বিষয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সভায় পিসিবি ছাড়াও অন্যান্য ক্রিকেট বোর্ডদের অংশগ্রহণ থাকবে, যারা বাংলাদেশের অবস্থান সমর্থন জানাতে পারবে। তবে এখন পর্যন্ত পিসিবি ছাড়া অন্য কোনো বোর্ড মুখ খোলেনি।