শিরোনাম
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 50
বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “গত এক বছরে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে, এখন আরও উন্নতির দিকে কাজ করা হচ্ছে। অগ্রগতি হলে সবাই জানতে পারবেন।”
বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি সপ্তাহে দুই পক্ষ দুই দফা টেলিফোনালাপও করেছেন। তৌহিদ হোসেন বলেন, “আমরা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠা করতে চাই।”





































