বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা কবে, কখন
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 101
চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। আগামী অক্টোবর-নভেম্বর মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের সূচি ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, পরের দুটি ম্যাচ যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭ অক্টোবর, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।
তবে ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শিগগিরই সেই তথ্য জানাবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সফরের আগে ও পরে আরও তিনটি দেশের সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রায় তিন মাসের লম্বা সফরের সূচনা হবে ২৭ সেপ্টেম্বর, শারজায় নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
এরপর অক্টোবরে দলটি যাবে ভারতে। সেখানে আহমেদাবাদ ও দিল্লিতে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। টেস্ট সিরিজ শেষে তারা পাড়ি দেবে বাংলাদেশে।
বাংলাদেশ সফর শেষ হওয়ার পর ডিসেম্বর-জানুয়ারি সময়জুড়ে নিউজিল্যান্ডে আরেকটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল।
সেখানে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে এবং ৩টি টেস্ট ম্যাচ খেলবে তারা।
































