ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নরসিংদীতে উপদেষ্টা ফাওজুল কবির খান

বাংলাদেশে ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 95

নরসিংদীতে উপদেষ্টা ফাওজুল কবির খান

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেভাল সিরাজকে তার ভিন্ন মতের কারণে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ একটি বহু মত ও বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্নভাবে চিন্তা করবে, বিভিন্ন মত প্রকাশ করবে। এই ভিন্ন মতের কারণে কেউ অনিশ্চয়তায় থাকবেনা এবং কাউকে হত্যা করা হবে না।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) স্মরণে সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করুন। যার যে মত বা দলের প্রতি আনুগত্য থাকুক, নির্বাচনে যে বিজয়ী হোক, আমরা তাদের পাশে থাকব। কাউকে এমন সুযোগ দেবেন না যারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বা ভোট কেন্দ্র দখল করতে পারে। সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলে, এটি নেভাল সিরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধার সর্বোচ্চ প্রদর্শন হবে।”

অনুষ্ঠান পরিচালনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অন্যান্য বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এবং নেভাল সিরাজের দ্বিতীয় সন্তান মোঃ মোয়াজ্জেম হোসেন।

এর আগে অতিথিরা নেভাল সিরাজের কবর জিয়ারত করেন। পরে সভা শেষে পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ)-এর নামে নামকরণের ফলক উন্মোচন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে উপদেষ্টা ফাওজুল কবির খান

বাংলাদেশে ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই

সর্বশেষ আপডেট ০৬:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেভাল সিরাজকে তার ভিন্ন মতের কারণে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ একটি বহু মত ও বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্নভাবে চিন্তা করবে, বিভিন্ন মত প্রকাশ করবে। এই ভিন্ন মতের কারণে কেউ অনিশ্চয়তায় থাকবেনা এবং কাউকে হত্যা করা হবে না।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) স্মরণে সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করুন। যার যে মত বা দলের প্রতি আনুগত্য থাকুক, নির্বাচনে যে বিজয়ী হোক, আমরা তাদের পাশে থাকব। কাউকে এমন সুযোগ দেবেন না যারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বা ভোট কেন্দ্র দখল করতে পারে। সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলে, এটি নেভাল সিরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধার সর্বোচ্চ প্রদর্শন হবে।”

অনুষ্ঠান পরিচালনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অন্যান্য বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এবং নেভাল সিরাজের দ্বিতীয় সন্তান মোঃ মোয়াজ্জেম হোসেন।

এর আগে অতিথিরা নেভাল সিরাজের কবর জিয়ারত করেন। পরে সভা শেষে পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ)-এর নামে নামকরণের ফলক উন্মোচন করা হয়।