বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের শপথ
- সর্বশেষ আপডেট ০২:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 56
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি জানান, বাংলাদেশ এমন একটি দেশ, যেটিকে তিনি ভালোভাবে চেনেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি শক্তিশালী দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুত বলেও উল্লেখ করেন।
তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধশালী করে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
নতুন এই রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।





































