ডিপ স্টেট পর্দা ফাঁস, চটলেন প্রাক্তন মার্কিন দূত
- সর্বশেষ আপডেট ০৪:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 47
বাংলাদেশে জামাতের সঙ্গে ‘বন্ধুত্বের’ বার্তা দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন দূত। এ সংক্রান্ত একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর বাংলাদেশের ক্ষমতাসীন বিরোধী প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জন ড্যানিলোউইচ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ড্যানিলোউইচ অভিযোগ করেছেন, ওয়াশিংটন পোস্ট যে রিপোর্ট প্রকাশ করেছিল, তাতে মার্কিন দূতের নাম গোপন রাখা হয়েছিল। কিন্তু ব্রিটিশ নাগরিক বাংলাদেশের সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি ওই কথোপকথনের অডিও প্রকাশ করলে দূতের পরিচয় প্রকাশ্যে চলে এসেছে। ড্যানিলোউইচের বক্তব্য, এর ফলে মার্কিন কূটনীতিকদের ‘ডিপ স্টেট’ পরিচয় উন্মোচিত হচ্ছে।
উল্লেখ্য, ড্যানিলোউইচের আগে শেখ হাসিনার তথাকথিত অডিও প্রকাশের পর তিনি খুশি ছিলেন। কিন্তু এখন একই ধরনের ঘটনা মার্কিন কূটনীতিকদের সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি ক্ষোভ প্রকাশ করছেন। ড্যানিলোউইচের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কয়েকবার বাংলাদেশে সফর করেছেন এবং জামাতপন্থী এনসিপি নেতাদের সঙ্গেও গোপন বৈঠক করেছেন।
এদিকে সম্প্রতি মার্কিন সরকার বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার খরচ করেছে বলে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি জানিয়েছে। এই প্রেক্ষাপটে ডিপ স্টেট নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। বিশেষ করে হাসিনা বিরোধী বিক্ষোভে ড্যানিলোউইচের ভূমিকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আর আসন্ন নির্বাচনের আগে মার্কিন কূটনীতিকের সঙ্গে বাংলাদেশি সাংবাদিকের অডিও ভাইরাল হতেই বিষয়টি আরও তীব্রভাবে আলোচিত হচ্ছে।
ভাইরাল অডিওতে কী বলা ছিল?
অডিওতে বলা হয়, ১ ডিসেম্বর ঢাকায় এক জামাতপন্থী মহিলা সাংবাদিকের সঙ্গে কথোপকথনে মার্কিন কূটনীতিক ‘আশা’ প্রকাশ করেছেন যে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামাত সবচেয়ে ভালো ফল করবে। তিনি আরও বলেন, “আমরা (আমেরিকা) চাই তারা (জামাত) আমাদের বন্ধু হোক।” এই বৈঠকটি ঢাকায় মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকেই কথোপকথনের রেকর্ডিং ফাঁস হয়েছে। ওয়াশিংটন পোস্টের পাশাপাশি আলজাজিরাও এই রেকর্ডিং পেয়েছে।
অডিওতে আরও শোনা যায়, মার্কিন কূটনীতিক বলেন, জামাতের ছাত্র সংগঠনের নেতাকে মিডিয়ায় তুলে ধরতে তারা আগ্রহী। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশে শেখ হাসিনার বিচার ‘গ্রহণযোগ্য’ নাও হতে পারে, তবে রায়ে তারা সন্তুষ্ট। এছাড়া তিনি বলেন, বিএনপির ওপর জামাত ও ইউনুস সরকারের চাপও মার্কিনিদের পছন্দসই।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস




































