ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই: এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১০:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 718

এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক

“আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। গত ১৬-১৭ বছরে কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে শিক্ষার্থীদের কাজ শেষ, তারা যেন ক্যাম্পাসে ফিরে যায়—তাহলে আমরা বলব, ১৬ বছরের এক মাফিয়াকে হটাতে পেরেছি। আমাদের বুদ্ধি দিয়ে যদি কেউ আবার মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলব—এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই সেই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।”

সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বক্তব্যে জোবাইরুল আলম আরও বলেন, “কেউ যদি আবার জাবেদ (সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে ইঙ্গিত করে) হতে চায়, আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।”

তিনি আরও বলেন, “সংখ্যা নিয়ে চিন্তার দরকার নেই। ১৮ জুলাই আমরা মাত্র ২০-২৫ জন শাহ আমানত সেতু ব্লক করেছিলাম। এত অল্পসংখ্যক ছাত্র-জনতা নিয়ে যদি আনোয়ারা-কর্ণফুলী থেকে চট্টগ্রামে গিয়ে নেতৃত্ব দিতে পারি, তাহলে এখন কেন পারব না?”

জোবাইরুল আলম বলেন, “কেউ কেউ ভালোবেসে যখন আমাদের ‘জুলাই-যোদ্ধা’ বলে ডাকে, তখন আমরা অনুপ্রাণিত হই। সেই সঙ্গে দায়বদ্ধতাও বেড়ে যায়। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। আমরা যারা এখানে আছি, এখান থেকেই ভবিষ্যতে চেয়ারম্যান, মেম্বার, মেয়র হবে।”

এম ইউ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ-অভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই: এনসিপি নেতা

সর্বশেষ আপডেট ১০:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

“আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। গত ১৬-১৭ বছরে কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে শিক্ষার্থীদের কাজ শেষ, তারা যেন ক্যাম্পাসে ফিরে যায়—তাহলে আমরা বলব, ১৬ বছরের এক মাফিয়াকে হটাতে পেরেছি। আমাদের বুদ্ধি দিয়ে যদি কেউ আবার মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলব—এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই সেই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।”

সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বক্তব্যে জোবাইরুল আলম আরও বলেন, “কেউ যদি আবার জাবেদ (সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে ইঙ্গিত করে) হতে চায়, আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।”

তিনি আরও বলেন, “সংখ্যা নিয়ে চিন্তার দরকার নেই। ১৮ জুলাই আমরা মাত্র ২০-২৫ জন শাহ আমানত সেতু ব্লক করেছিলাম। এত অল্পসংখ্যক ছাত্র-জনতা নিয়ে যদি আনোয়ারা-কর্ণফুলী থেকে চট্টগ্রামে গিয়ে নেতৃত্ব দিতে পারি, তাহলে এখন কেন পারব না?”

জোবাইরুল আলম বলেন, “কেউ কেউ ভালোবেসে যখন আমাদের ‘জুলাই-যোদ্ধা’ বলে ডাকে, তখন আমরা অনুপ্রাণিত হই। সেই সঙ্গে দায়বদ্ধতাও বেড়ে যায়। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। আমরা যারা এখানে আছি, এখান থেকেই ভবিষ্যতে চেয়ারম্যান, মেম্বার, মেয়র হবে।”

এম ইউ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ-অভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।