বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
- সর্বশেষ আপডেট ০১:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 42
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে নারাজ বিসিবি। এবার এই ইস্যুতে বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়াল পাকিস্তান। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পিসিবি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে এমন চমকপ্রদ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক এবং বৈধ বলেও অভিহিত করেছে তারা।
তাই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি। আসন্ন আসরে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান।































