বাংলাদেশের দুই সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি
- সর্বশেষ আপডেট ১২:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 325
বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করতে ভারত অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি আসামের ধুবরিতে নতুন একটি সেনা স্টেশনও স্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।
লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি স্থানীয় এমএলএ হামিদুল রহমানসহ নাগরিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সেনা-বেসামরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে তিনি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড জানায়, স্টেশনটির নামকরণ করা হয়েছে আহোম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে, যা সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক।
নতুন সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: ডেকান ক্রনিকেল






































