বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আফগানিস্তান
- সর্বশেষ আপডেট ০৩:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 106
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে নেমেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তাদের বিপক্ষে ২৮৩ রানের বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। অবশ্য ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে তাদের পুঁজিটা আরও বড় হতে পারে মনে হচ্ছিল।
মাঝে ২৮ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নিলেও লাগামটা শেষদিকে নিজেদের নিয়ন্ত্রণে ছিল না বাংলাদেশের। ফলে শেষ ২৮ বলে আফগানরা ৫৮ রান তুলেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে তিনে নামা ফয়সাল ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়ান। আউট হওয়ার আগে খেলেন ৯৪ বলে ১০৩ রানের ইনিংস। ৮ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি।
আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন উজাইরউল্লাহ নিয়াজাই। ৩৮ রান আসে আজিজউল্লাহ মিয়াখিলের ব্যাটে। ৩৪ রান করেন ওসমান সাদাত। নয়ে নামা আব্দুল আজিজ ৩ ছক্কায় ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে ছিলেন অপরাজিত।
বাংলাদেশের হয়ে সমান দুটি উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। ১টি করে উইকেট গেছে সাদ ইসলাম, সাইমুন বশির ও রিজন হোসেনের ঝুলিতে।
































