ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় ৬১ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 288

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় ৬১ হাজার শিক্ষার্থী

সারা দেশের মতো আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বরিশালেও শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ৩৪৯টি কলেজ থেকে মোট ৬১ হাজার ২৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৮ হাজার ৭৯৪ জন ছাত্র ও ৩২ হাজার ২৩১ জন ছাত্রী।

বিভাগ অনুযায়ী, বিজ্ঞান শাখার পরীক্ষার্থী ১১ হাজার ৮৪১ জন, মানবিক শাখায় ৪৩ হাজার ৯ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ হাজার ১৭৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৫৩ হাজার ৫৫০ জন, অনিয়মিত ৭ হাজার ৩৮৬ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছেন ৮৯ জন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও ডেঙ্গু-করোনা প্রতিরোধে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন, ‘নকলসহ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মানেই নৈতিকতা, আমরা জিপিএ ৫ নয়, শিক্ষার্থীদের প্রকৃত মান নিয়ে ভাবছি।’

এদিকে পরীক্ষাকেন্দ্র ও আশপাশের ২০০ গজ এলাকায় বরিশাল মহানগর পুলিশ আইন অনুযায়ী, সব ধরনের উচ্চ শব্দযন্ত্র, জনসমাগম, মিছিল-মিটিং এবং অস্ত্র বা পাথর বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় ৬১ হাজার শিক্ষার্থী

সর্বশেষ আপডেট ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

সারা দেশের মতো আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বরিশালেও শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ৩৪৯টি কলেজ থেকে মোট ৬১ হাজার ২৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৮ হাজার ৭৯৪ জন ছাত্র ও ৩২ হাজার ২৩১ জন ছাত্রী।

বিভাগ অনুযায়ী, বিজ্ঞান শাখার পরীক্ষার্থী ১১ হাজার ৮৪১ জন, মানবিক শাখায় ৪৩ হাজার ৯ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ হাজার ১৭৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৫৩ হাজার ৫৫০ জন, অনিয়মিত ৭ হাজার ৩৮৬ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছেন ৮৯ জন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও ডেঙ্গু-করোনা প্রতিরোধে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন, ‘নকলসহ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মানেই নৈতিকতা, আমরা জিপিএ ৫ নয়, শিক্ষার্থীদের প্রকৃত মান নিয়ে ভাবছি।’

এদিকে পরীক্ষাকেন্দ্র ও আশপাশের ২০০ গজ এলাকায় বরিশাল মহানগর পুলিশ আইন অনুযায়ী, সব ধরনের উচ্চ শব্দযন্ত্র, জনসমাগম, মিছিল-মিটিং এবং অস্ত্র বা পাথর বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।