ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে ধোঁয়াশা

আশিকুল ইসলাম, ববি
  • সর্বশেষ আপডেট ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 91

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এখন পর্যন্ত ৯টি ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন হলেও একবারও সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের গত পাঁচজন উপাচার্যের মেয়াদে বিষয়টি নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে সমাবর্তনের বিষয়ে আশার সঞ্চার করলেও বর্তমানে সেই আশাও ধোঁয়াশায় পরিণত হয়েছে।

প্রথম দিকে তিনি চলতি বছরের মধ্যে সমাবর্তন আয়োজনের ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে একবারও তা-হয়নি।

তাদের মতে, এর প্রধান কারণ প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই এটি সম্ভব, কিন্তু দুঃখজনকভাবে তারা তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে ধোঁয়াশা
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (৮ম ব্যাচ) শহিদুল ইসলাম বলেন, ‘সমাবর্তন শুধু দাবি নয়, এটি আমাদের অধিকার। প্রতিটি উপাচার্যই আশ্বাস দেন, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একাধিক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অথচ ববি প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও একটি সমাবর্তনও হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, ‘আমাদের ইচ্ছে আছে আসন্ন শীতের মধ্যেই সমাবর্তন আয়োজন করার। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মৌখিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে ধোঁয়াশা

সর্বশেষ আপডেট ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এখন পর্যন্ত ৯টি ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন হলেও একবারও সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের গত পাঁচজন উপাচার্যের মেয়াদে বিষয়টি নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে সমাবর্তনের বিষয়ে আশার সঞ্চার করলেও বর্তমানে সেই আশাও ধোঁয়াশায় পরিণত হয়েছে।

প্রথম দিকে তিনি চলতি বছরের মধ্যে সমাবর্তন আয়োজনের ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে একবারও তা-হয়নি।

তাদের মতে, এর প্রধান কারণ প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই এটি সম্ভব, কিন্তু দুঃখজনকভাবে তারা তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে ধোঁয়াশা
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (৮ম ব্যাচ) শহিদুল ইসলাম বলেন, ‘সমাবর্তন শুধু দাবি নয়, এটি আমাদের অধিকার। প্রতিটি উপাচার্যই আশ্বাস দেন, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একাধিক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অথচ ববি প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও একটি সমাবর্তনও হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, ‘আমাদের ইচ্ছে আছে আসন্ন শীতের মধ্যেই সমাবর্তন আয়োজন করার। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মৌখিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’