ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্ত্রী ছেড়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 291

আত্মহত্যা

বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ের সিটি প্লাজা মার্কেটের একটি টেইলার্স কারখানা থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম রমজান, তিনি পিরোজপুরের সরূপকাঠি উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান রাতেও কারখানায় ছিলেন। সকালে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। পরে তারা পুলিশকে খবর দেন।

কারখানার মালিক জানান, প্রায় চার-পাঁচ মাস আগে রমজান সেখানে কাজ শুরু করেন। সম্প্রতি তার পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রী টাকা-পয়সা নিয়ে তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে স্ত্রী ছেড়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০৩:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ের সিটি প্লাজা মার্কেটের একটি টেইলার্স কারখানা থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম রমজান, তিনি পিরোজপুরের সরূপকাঠি উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান রাতেও কারখানায় ছিলেন। সকালে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। পরে তারা পুলিশকে খবর দেন।

কারখানার মালিক জানান, প্রায় চার-পাঁচ মাস আগে রমজান সেখানে কাজ শুরু করেন। সম্প্রতি তার পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রী টাকা-পয়সা নিয়ে তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।