বরিশালে শুক্রবার ঈদ উদযাপন করবে ২০ হাজার পরিবার
- সর্বশেষ আপডেট ১১:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 592
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে আগামীকাল (৬ জুন) শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহছুফি দরবার শরিফের অনুসারীরা। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে আটটায় বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজীবাড়ি শাহছুফি জাহাগিরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নগরীর তাজকাঠী, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায়ও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এর মধ্যে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টা ২০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশা—এই ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং ও লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহছুফি দরবার শরিফের আনুমানিক আড়াই হাজার অনুসারী রয়েছেন। এসব এলাকাতেও আগাম ঈদ উদযাপন করা হবে।
সূত্র জানায়, পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী রোজা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করেন চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহছুফি দরবার শরিফের অনুসারীরা।
সে অনুযায়ী, আগামীকাল বরিশাল নগরীর সাতটি মসজিদসহ বিভাগজুড়ে প্রায় শতাধিক মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের এক লাখেরও বেশি মানুষ প্রতিবছর এভাবেই আগাম ঈদ উদযাপন করে আসছেন।
































