শিরোনাম
বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
- সর্বশেষ আপডেট ১২:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 59
ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে সকল রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ’র নির্দেশনার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বরিশাল লঞ্চ ঘাটে দেখা যায় অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রীরা ঘাটে এসে নির্ধারিত গন্তব্যে যেতে না পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে।
এ বিষয়ে বিআইডব্লিউটি’র নৌরুট নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক মো. সোলায়মান হোসাইন বলেন, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে চলাচল স্বাভাবিক হবে। আর যারা নির্দেশনা উপেক্ষা করে লঞ্চ ছাড়বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


































