ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 246

বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ দিনের আল্টিমেটাম

জুলাই ঘোষণাপত্র প্রকাশসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি তারা সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার একটি বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে, যা তাদের ভাষায় আন্দোলনের শহীদ, আহত এবং সাধারণ জনগণের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর।

২২ জুন, রোববার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ এসব দাবি উত্থাপন করেন। তিনি বলেন, “৫ আগস্টের আন্দোলনে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই বাস্তবতায় প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য শুধু মনগড়া নয়, তা আন্দোলনকারীদের রক্তের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।”

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাত কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী জুলাই-আগস্ট মাসে বরিশাল থেকে আরও কঠোর কর্মসূচি দিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফা দাবি:
১. আগামী সাত কর্মদিবসের মধ্যে “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে হবে।
২. আন্দোলনে আহতদের সুচিকিৎসা অবিলম্বে নিশ্চিত করতে হবে।
৩. গণহত্যায় জড়িতদের দৃশ্যমান বিচার করতে হবে।
৪. আওয়ামী লীগের সহযোগী এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
৫. “আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের”—প্রধান উপদেষ্টার এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ দিনের আল্টিমেটাম

সর্বশেষ আপডেট ১০:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

জুলাই ঘোষণাপত্র প্রকাশসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি তারা সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার একটি বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে, যা তাদের ভাষায় আন্দোলনের শহীদ, আহত এবং সাধারণ জনগণের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর।

২২ জুন, রোববার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ এসব দাবি উত্থাপন করেন। তিনি বলেন, “৫ আগস্টের আন্দোলনে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই বাস্তবতায় প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য শুধু মনগড়া নয়, তা আন্দোলনকারীদের রক্তের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।”

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাত কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী জুলাই-আগস্ট মাসে বরিশাল থেকে আরও কঠোর কর্মসূচি দিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফা দাবি:
১. আগামী সাত কর্মদিবসের মধ্যে “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে হবে।
২. আন্দোলনে আহতদের সুচিকিৎসা অবিলম্বে নিশ্চিত করতে হবে।
৩. গণহত্যায় জড়িতদের দৃশ্যমান বিচার করতে হবে।
৪. আওয়ামী লীগের সহযোগী এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
৫. “আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের”—প্রধান উপদেষ্টার এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।