বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ
- সর্বশেষ আপডেট ১১:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 185
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। সাংগঠনিক অচলতা এবং ‘জুলাই আন্দোলনের’ আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কথা উল্লেখ করে তারা পদত্যাগ করেন।
মঙ্গলবার (২৪ জুন) এক যৌথ বিবৃতিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগী নেতারা। তারা হলেন—মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা।
বিবৃতিতে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে স্বপ্ন ও প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল, কেন্দ্রীয় নেতাদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের ফলে সেখানে সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে। এছাড়া, লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে তারা আন্দোলনের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র-জনতার ঐক্যকে ভেঙে দিয়েছেন।
তারা আরও অভিযোগ করেন, জেলা ও মহানগর পর্যায়ের বেশ কিছু নেতা দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, যা আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এসব কারণে তারা গণঅভ্যুত্থানমুখী রাজনৈতিক কর্মী হিসেবে বিব্রতবোধ করছেন।
এ বিষয়ে মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। তারা অনেকদিন ধরেই সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন না।”
প্রসঙ্গত, এর আগেও একই ধরনের অভিযোগ তুলে গত ১ জুন পদত্যাগ করেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

































