ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 233

বাকেরগঞ্জ থানা

বরিশালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের একই নামের গ্রামে রাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত গৃহবধূর নাম আসমা আক্তার (৪০)। তিনি স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটে। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় আসমাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসমার ছেলে আছিম বিল্লাহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিরোধসহ সব ধরনের সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

বরিশালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের একই নামের গ্রামে রাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত গৃহবধূর নাম আসমা আক্তার (৪০)। তিনি স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটে। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় আসমাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসমার ছেলে আছিম বিল্লাহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিরোধসহ সব ধরনের সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে