ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আ. লীগ নেত্রী শারমিন কেকার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 116

বরিশালে আ. লীগ নেত্রী শারমিন কেকার রহস্যজনক মৃত্যু

বরিশাল নগরীতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আলোচিত নেত্রী শারমিন মৌসুমী কেকার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর সদর রোডসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বরিশাল কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক মাজেদুল জানান, রাতের দিকে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে খাটে বালিশের ওপর শোয়ানো অবস্থায় কেকার নিথর দেহ পাওয়া যায়। পরে মহিলা পুলিশ সদস্যরা লাশ পরীক্ষা করে শরীরের এক অংশে রক্ত জমাটের চিহ্ন দেখতে পান।

কেকার মেয়ে দিতান জানান, বিকেল থেকে মায়ের কোনো সাড়া না পেয়ে রাতে রুমের দরজা খুলে তিনি দেখেন মা খাটে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি তিনি তার বাবাকে জানান। দিতান বলেন, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগে হার্টে রিং পরানো হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন মৌসুমী কেকা ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২০ সালে স্থানীয় একটি বিতর্কিত ঘটনার পর তিনি দল থেকে বহিষ্কৃত হন।

ঝালকাঠির রাজনৈতিক মহলের তথ্যমতে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেকা একাধিক মামলার আসামি হন এবং গ্রেপ্তার এড়াতে ঝালকাঠি থেকে বরিশালে শ্বশুরবাড়িতে চলে আসেন।

কেকার স্বামী লিটু ও পরিবারের সদস্যরা তার মৃত্যুকে স্বাভাবিক বলে দাবি করেছেন। তাদের ভাষায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে আ. লীগ নেত্রী শারমিন কেকার রহস্যজনক মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বরিশাল নগরীতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আলোচিত নেত্রী শারমিন মৌসুমী কেকার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর সদর রোডসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বরিশাল কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক মাজেদুল জানান, রাতের দিকে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে খাটে বালিশের ওপর শোয়ানো অবস্থায় কেকার নিথর দেহ পাওয়া যায়। পরে মহিলা পুলিশ সদস্যরা লাশ পরীক্ষা করে শরীরের এক অংশে রক্ত জমাটের চিহ্ন দেখতে পান।

কেকার মেয়ে দিতান জানান, বিকেল থেকে মায়ের কোনো সাড়া না পেয়ে রাতে রুমের দরজা খুলে তিনি দেখেন মা খাটে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি তিনি তার বাবাকে জানান। দিতান বলেন, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগে হার্টে রিং পরানো হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন মৌসুমী কেকা ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২০ সালে স্থানীয় একটি বিতর্কিত ঘটনার পর তিনি দল থেকে বহিষ্কৃত হন।

ঝালকাঠির রাজনৈতিক মহলের তথ্যমতে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেকা একাধিক মামলার আসামি হন এবং গ্রেপ্তার এড়াতে ঝালকাঠি থেকে বরিশালে শ্বশুরবাড়িতে চলে আসেন।

কেকার স্বামী লিটু ও পরিবারের সদস্যরা তার মৃত্যুকে স্বাভাবিক বলে দাবি করেছেন। তাদের ভাষায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।”