বরিশালে আ.লীগ নেতার ঠিকাদারির দায়িত্বে ছাত্রদল নেতা
- সর্বশেষ আপডেট ০৩:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 4846
বরিশালে আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন ছাত্রদল নেতা—এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বিস্ময়ের জন্ম দিয়েছে বিশেষ করে এ কারণে যে, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি বরিশাল মহানগরী আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের মালিকানাধীন।
জানা গেছে, সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের অধীনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রাবাসের চতুর্থ তলার বিভিন্ন অংশের পুনর্নির্মাণ কাজ পায় মেসার্স জেড আর এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি। ই-টেন্ডার আইডি: ১১০৫২০৩। প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব বর্তমানে পলাতক থাকলেও, প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন বরিশাল মহানগর ছাত্রদলের ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি সজল খান।
এ বিষয়ে জানতে চাইলে সজল খান একাধারে বিপ্লবের মালিকানাধীন লাইসেন্স ব্যবহার করার কথা স্বীকার করেন এবং কথোপকথনের একপর্যায়ে প্রতিবেদকের সঙ্গে অশোভন আচরণ করেন (যার কল রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে)।
বিষয়টি নিয়ে একাধিকবার গণপূর্ত বরিশালের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়েও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “জিয়াউর রহমান বিপ্লব একজন জাতির শত্রু। তার মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সে যদি কোনো ছাত্রদল নেতা ব্যবসা চালায়, সেটি অত্যন্ত দৃষ্টিকটু ও দলের আদর্শবিরোধী।”
ঘটনাটি ছাত্রদল ও আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ততার জটিল সম্পর্কের দিকে ইঙ্গিত করছে বলেই রাজনৈতিক মহল মনে করছে।





































