ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুকে হত্যা করে কুড়াল হাতে থানায় হাজির তরুণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 72

বন্ধুকে হত্যা করে কুড়াল হাতে থানায় হাজির তরুণ

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত হিসেবে আটক হয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম (২২)। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি। চার মাস আগে দেশে আসেন এবং আগামী শনিবার আবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। ২৫ ডিসেম্বর তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল।

অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, রাত নয়টার দিকে ‘চায়নিজ কুড়াল’ হাতে থানায় গিয়ে অহিদুল দাবি করেন—ফাহিম তার জীবন নষ্ট করেছে, সে কারণেই তাকে হত্যা করেছেন। তার বক্তব্যের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির ট্যাংকের পাশ থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

ফাহিমের বাবা রেজাউল ইসলাম বলেন, “আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কেন এমন খুন হতে হলো বুঝতে পারছি না।”

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, নিহত ও অভিযুক্ত–দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্ধুকে হত্যা করে কুড়াল হাতে থানায় হাজির তরুণ

সর্বশেষ আপডেট ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত হিসেবে আটক হয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম (২২)। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি। চার মাস আগে দেশে আসেন এবং আগামী শনিবার আবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। ২৫ ডিসেম্বর তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল।

অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, রাত নয়টার দিকে ‘চায়নিজ কুড়াল’ হাতে থানায় গিয়ে অহিদুল দাবি করেন—ফাহিম তার জীবন নষ্ট করেছে, সে কারণেই তাকে হত্যা করেছেন। তার বক্তব্যের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির ট্যাংকের পাশ থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

ফাহিমের বাবা রেজাউল ইসলাম বলেন, “আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কেন এমন খুন হতে হলো বুঝতে পারছি না।”

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, নিহত ও অভিযুক্ত–দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।