বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
- সর্বশেষ আপডেট ০৬:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 92
রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রী বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং তার বাবা বনশ্রী এলাকায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
বিবৃতিতে বলা হয়, জমি সংক্রান্ত বিষয়ে গত ৯ জানুয়ারি শুক্রবার নিহত ছাত্রীর বাবা-মা ছোট বোনসহ তাকে বাসায় রেখে হবিগঞ্জের গ্রামের বাড়িতে যান। পরদিন ১০ জানুয়ারি শনিবার বড় বোন জিম থেকে বাসায় ফিরে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুললে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঘর যেখানে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা, সেখানে এমন নির্মম হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। এতে নারী ও কন্যাদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
































